বাংলাদেশে মোট ভারতীয় নাগরিক ১৫ হাজার, যার মধ্যে ছাত্র ৮৫০০ জন

নয়াদিল্লী, ১৯ জুলাই: বাংলাদেশে মোট ভারতীয় নাগরিক রয়েছেন ১৫ হাজার।  যার মধ্যে ছাত্র রয়েছেন ৮,৫০০ জন। বাংলাদেশস্থিত ভারতীয় হাইকমিশন কার্যালয় থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত ভারতীয় ছাত্রদের বাসস্থানের বাইরে চলাচল এড়তে পরামর্শ দেওয়া দিয়েছে। পাশাপাশি, দূরে ভ্রমণ এড়াতেও পরামর্শ দিয়েছে। তাছাড়া, কোন সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করার কথা জানিয়েছে। এই হেল্পলাইন নম্বরটি ২৪ ঘন্টা চালু থাকবে।

হেল্পলাইন নম্বরগুলি হল, ভারতীয় হাই কমিশন, ঢাকা +৮৮০-১৯৩৭৪০০৫৯১, 

ভারতের সহকারী হাই কমিশন, চট্টগ্রাম +৮৮০-১৮১৪৬৫৪৭৯৭/৮৮০-১৮১৪৬৫৪৭৯৯। তাছাড়া, ভারতের সহকারী হাই কমিশন, রাজশাহী +৮৮০-১৭৮৮১৪৮৬৯৬, সহকারী হাই কমিশন অফ ইন্ডিয়া, সিলেট +৮৮০-১৩১৩০৭৬৪১১ এবং ভারতের সহকারী হাই কমিশন, খুলনা +৮৮০-১৮১২৮১৭৭৯৯। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *