আগরতলা, ১৯ জুলাই: পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন আবাসনে ভয়ানক বিস্ফোরণ ঘটনায় এলাকা পরিদর্শন করলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিন তিনি বলেন, আখাউড়া রোডস্হিত পুলিশ হেডকোয়ার্টার সংলগ্ন শিবালয় অ্যাপার্টমেন্টের তিনতলায় থাকতেন ডঃ বিশ্বজিৎ সূত্রধর এবং স্ত্রী রুপা সূত্রধর। গতকাল রাতে আচমকাই তাদের ঘরে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে তিনতলা থেকে জানালা ভেঙে মাটিতে লুটিয়ে পড়লেন দম্পতি। তাতে গুরুতর আহত হয়েছেন তাঁরা।
তিনি আরও বলেন, কিভাবে ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। বিকট শব্দে আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।