পুলিশ রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়েন রাজু বর্মণ

আগরতলা, ১৯ জুলাই: পুলিশ রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ঊষাবাজারস্হিত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মন। শুক্রবার তাকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশের তরফেই তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রসঙ্গত, ভিকি হত্যাকান্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনকে গত ১০ জুলাই গৌহাটি থেকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তাকে ত্রিপুরায় আনা হয়েছিল। তারপর ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হয়েছিল। আদালতের ৮ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল।