আগরতলা, ১৯ জুলাই: পরীক্ষা চলাকালীন সময়ে চলন্ত অবস্থায় আচমকা বিদ্যুতের পাখা খুলে পড়লো ছাত্রের মাথায়। তাতে আহত হয়েছে ছাত্র। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটানার বিবরণে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে আটটা নাগাদ ধর্মনগর নয়াপাড়া ইংরেজি মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের চতুর্থ শ্রেণীর পরীক্ষা চলছিল। ওই সময় পরীক্ষা চলাকালীন ছাত্রের উপর পাখা খুলে পড়ে। তাতে আহত হয়েছ ওই ছাত্র।

