বিদ্যুৎ পরিষেবার দাবিতে পথ অবরোধ 

আগরতলা, ১৯ জুলাই: গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুৎ সমস্যা ভুগছে। আজ সকালে বাধ্য হয়ে জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন এলাকাবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত তিন মাস যাবৎ খোয়াই থানাধীন পূর্ব গণকি এলাকায় বিদ্যুতের ভল্টিজের সমস্যা হচ্ছে। এতে করে বিভিন্ন বাড়ি ঘরে ফ্রিজ, টিভি সহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হয়। বারবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে শুক্রবার সকালে পূর্ব গনকি এলাকার লোকজন জাম্বুরা বিদ্যাসাগর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। 

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে জাম্বুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুশান্ত দেবনাথ। পরবর্তীতে ছুটে গিয়েছে বিদ্যুৎ দপ্তরের এসডিও নিহার দেববর্মা এবং তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন। তাঁরা আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তারা। 

ReplyForwardAdd reaction