কোটি টাকার বার্মিজ সিগারেট সহ এক পাচারকারী গ্রেফতার 

ধর্মনগর, ১৯ জুলাই: কোটি টাকার বার্মিজ সিগারেট সহ এক পাচারকারীকে  গ্রেফতার করলো ধর্মনগর থানার পুলিশ। 

জানা গেছে শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ধর্মনগর থানাধীন পদ্মপুর রোডের ত্রিপুরেশ্বরী স্কুল সংলগ্ন এলাকার একটি ঘরে  অভিযান চালান ধর্মনগর থানার ওসি এবং মহকুমা পুলিশ অফিসার । এই তল্লাশি অভিযানে উদ্ধার করা হয় কোটি টাকার বার্মিজ সিগারেট। আর এই ঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয় এক পাচারকারীকে। এদিন অভিযানের আচ পেয়ে পালিয়ে যায় পাচারকারীর ছোট ভাই। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  এই পাচারকারীর ছোট ভাই শ্রীদাম দাস পুলিশ কনস্টেবলে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় দ্রব্য কাপড় এবং বারমিজ সিগারেট পাচারের সঙ্গে অতপ্রোতভাবে জড়িত।যেহেতু পুলিশে কাজ করেন, তাই অনুমান করলেও ভয়ে এতদিন  মুখ খুলতে নারাজ ছিলেন সবাই। শেষ পর্যন্ত আজ বার্মিজ সিগারেট উদ্ধারের ঘটনায়  সামনে উঠে আসে। এবার পাচারকান্ড  পুলিশ কর্মীকে গ্রেফতার করে  সাজা দেওয়া হবে না ছাড় দেওয়া হবে।সেই দিকে তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ।