মেক্সিকো, ১৮ জুলাই (হি.স.): ক্রিকেট বিশ্বে নাম নেই মেক্সিকোর। আর সেই দেশটার ক্রিকেট অ্যাসোসিয়েশন বন্দিদের ক্রিকেট শিখিয়ে আইসিসি–র নজর কেড়ে জিতে নিল পুরস্কার। আর এই উদ্যোগের জন্য এ বছরের ‘আইসিসি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দ্যা ইয়ার’ ক্যাটাগরিতে এই পুরস্কার জিতল মেক্সিকো। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে মেক্সিকো ক্রিকেটের চেয়ারম্যান বেন ওয়েন এই প্রাপ্তিকে বলেছেন ‘বিশাল এক সম্মান।’
মেক্সিকোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে এই পুরস্কার জিতেছে আরও পাঁচটি দেশ- ওমান, নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও স্কটল্যান্ড।