আগরতলা, ১৮ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম ত্রিপুরা জেলায় বামফ্রন্টের মনোনীত প্রার্থীরা দুষ্কৃতীদের আক্রমণে মনোনয়ন দাখিল করতে পারছেন না। এমনটাই অভিযোগ তুলে আজ বাম কর্মী সর্মথকরা প্যারাডাইস চৌমুহনীর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।
বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ করের অভিযোগ, বামফ্রন্ট সমর্থিত প্রার্থীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা। প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারছেন না। বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তাদের উপর ক্রমাগত আক্রমন চালাছে। তাতে অনেক প্রার্থী ও কর্মী সমর্থকরা আহত হয়েছেন। তাই বামফ্রন্টের দাবি নির্বাচন কমিশন যাতে বিরোধীদলের প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করুক।
এদিন পবিত্র কর বলেন, বামফ্রন্ট এবং সিপিএম পঞ্চায়েত নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই বিরোধী দলের প্রার্থীদের উপর আক্রমণ করা হচ্ছে। তারা মনোনয়ন দাখিল করতে পারছেন না। বিশেষ করে পশ্চিম ত্রিপুরার বামুটিয়া, মোহনপুর, ডুকলী ব্লক, পুরাতন আগরতলা এবং জিরানীয়া ব্লকে মনোনয়ন জমা দিতে পারছেন না।
তাঁর কথায়, বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের আক্রমনে প্রায় ২০ জন কর্মী সমর্থকরা আহত হয়েছেন। পাশাপাশি, রাজনগর ব্লকের প্রার্থী বাদল শীল দুষ্কৃতিদের আক্রমনের শিকার হয়েছেন। কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। প্রার্থীদের সুরক্ষা প্রদান করতে নির্বাচন কমিশনের নিকট দাবি জানিয়ে আসলেও তাদের দাবি পূরণে কোনো উদ্যোগ নিচ্ছে না। এরই প্রতিবাদে আজ রাস্তা অবরোধে সামিল হয়েছেন তারা।

