ফের নেশাসামগ্রী সহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৮ জুলাই: নেশা সামগ্রীর বিরু‌দ্ধে জি‌রো টলা‌রেন্স নী‌তি‌তে কাজ ক‌রে‌ চ‌লে‌ছে আসাম রাজ‌্য পু‌লিশ। এরই প‌রি‌প্রেক্ষি‌তে ফের নেশা বি‌রোধী অ‌ভিযা‌নে সাফল‌্য পেল আসাম চুড়াইবাড়ী থানার ওয়াচ পো‌ষ্টের পু‌লিশ।

বৃহস্প‌তিবার সকা‌লে পিবি১৩-বিএন-৫৬১২ নম্ব‌রের এক‌টি ‌ফোরচুন কোম্পা‌নির খুচ‌রো সামগ্রী বোঝাই বা‌রো চাকার ল‌রি উত্তরপ্রদে‌শের গা‌ঁজিয়াবাদ থে‌কে ত্রিপুরার আগরতলা যাবার প‌থে চুড়াইবা‌ড়ি পু‌লিশ ওয়াচ পো‌ষ্টে পৌছা‌লে গা‌ড়ি‌টি‌তে যথারী‌তি দলবল নি‌য়ে তল্লা‌শি চালান গেট ইনচার্জ প্রণব মি‌লি। এ‌তে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে কু‌ড়ি কার্টু‌নে দু হাজার বোতল ফে‌ন্সি‌ডিল নামক নেশা জাতীয় অ‌বৈধ কফসিরাফ বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজারী মূল্য কু‌ড়ি লক্ষা‌ধিক টাকার মত হ‌বে ব‌লে জানা গে‌ছে। এ‌তে জ‌ড়িত থাকার দা‌য়ে ল‌রি চালক ও সহচালক‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ। ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে আস মোহাম্মদ ও র‌বি কুমার।তা‌দের বা‌ড়ি উত্তরপ্রদে‌শে।পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত শুরু ক‌রে‌ছে। ধৃত‌দের শুক্রবার জেলা সি‌জেএম আদাল‌তে সোপর্দ করা হ‌বে ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।

উ‌ল্লেখ‌্য যে এসব গন্ধ‌বিহীন নেশা সামগ্রীর ব‌্যাপক চা‌হিদা র‌য়ে‌ছে পড়শী দেশ বাংলা‌দে‌শে।তাই চোরাকারবা‌রিরা ত্রিপুরা‌কে ক‌রি‌ডোর ক‌রে সম‌য়ে সম‌য়ে এসব সামগ্রী পাচা‌রে জ‌ড়িত র‌য়ে‌ছে। ত‌বে এনি‌য়ে পু‌লিশ ও হাত পা গু‌টি‌য়ে ব‌সে নেই, ফ‌লে কয়েকদিন পরপর নেশা সামগ্রী সহ ধরা পড়‌ছে পাচারকারীরা বলে জানিয়েছেন  ডিএসপি নারায়ন বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *