পুকুর খনন করতে গিয়ে উদ্ধার ২৭টি কামান সেল, বাংলাদেশের মুক্তি যুদ্ধের অস্তিত্ব বহন করছে সেলগুলি, দাবি প্রবীণ নাগরিকদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই: বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আবারও সামনে এলো বামুটিয়ায় । উদ্ধার ২৭টি কামান সেল। মাছ চাষের  পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয় এই সেলগুলি। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী। সেল গুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়।

বৃহস্পতিবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত রাঙ্গুটিয়া এলাকায় দুলাল নম এর বাড়িতে মাছ চাষের পুকুর খনন করার সময় উদ্ধার হয় ২৭ টি কামান সেল। এই সেল উদ্ধারের ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা। প্রথমে ১২টি সেল উদ্ধার হয় এবং পুলিশ আবার সেই স্থানে যখন খনন করেন তখন মোট ২৭ টি সেল উদ্ধার করা হয়। সেগুলি উদ্ধার করে নিয়ে যায় থানায়।

স্থানীয় প্রবীণ মহলের দাবি, এই সেলগুলি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধের সময় হয়তো মুক্তি বাহিনী মাটির নিচে মজুত রেখেছিলেন। পরে আর সেগুলি নিয়ে যাননি। বামুটিয়া ফাঁড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, এই সেলগুলি প্রায় ৫০ বছরের অধিক পুরানো হবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তি যুদ্ধে এবং ভারতের যে অবদান রয়েছে মুক্তি বাহিনীকে এই বামুটিয়া এলাকাতেও ট্রেনিং সহ  স্বাধীনতা অর্জনে তা আবারও প্রমাণিত ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়ার রাঙ্গুটিয়া এলাকায়। এই সেলগুলি উদ্ধারের মধ্য দিয়ে স্থানীয় প্রবীণ মহলের এটাই দাবি এই সেলগুলি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তি বাহিনীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *