বেআইনিভাবে সরকারি জায়গায় গড়ে উঠা ভারতরত্ন সংঘ ক্লাবের বিল্ডিং গুড়িয়ে দিল প্রশাসন

আগরতলা, ১৭ জুলাই: বেআইনিভাবে সরকারি জায়গায় গড়ে তোলা ঊষা বাজারস্থিত ভারতরত্ন সংঘের ক্লাব বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়েছে। তাই সাত সকালে বুলডোজার চালিয়ে বিল্ডিং গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমার এবং এস পি’র নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। পাশাপাশি, রাজ্যে যেসমস্ত সংস্হা অসামাজিক কাজে জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে প্রসাশন কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কড়া হুশিয়ারী দিয়েছেন পশ্চিম জেলা শাসক।

এদিন পশ্চিম জেলা শাসক ডা. বিশাল কুমার বলেন, ভারতরত্ন সংঘের ক্লাবের বিল্ডিং ভেঙ্গে ফেলার নোটিশ প্রসাশনের তরফ থেকে জারি করা হয়েছিল। কারণ, বিল্ডিংটি সরকারি জায়গায় গড়ে তোলা হয়েছিল। আজ সকালে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে। ভারতরত্ন সংঘের জায়গায় প্রাথমিকভাবে এক স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের চিন্তাভাবনা করছে সরকার। এতে উপকৃত হবেন এলাকাবাসীরা।

এদিন তিনি আরও বলেন, এলাকার বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে পড়েছিল এই ক্লাব। তাছাড়া, ওই ক্লাবের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ, জমির দালালি, চাঁদাবাজি, নিগোজিশন বাণিজ্যের সাথে জড়িয়ে গিয়েছিলেন।

ভারতরত্ন সংঘের বিষয়ে জনগণের একটি অংশের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এলাকায় মাফিয়া রাজ কায়েমের অন্যতম আখরা ছিল এই ক্লাব।

শেষ কয়েক বছরে পরপর বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার সাক্ষী থেকেছে এই এলাকার জনগণ। এর মধ্যে অন্যতম দূর্গা প্রসন্ন দেবের হত্যাকাণ্ড।তাই প্রসাশনের তরফ থেকে বিল্ডিং ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।

রাজ্যের যেসব সংস্হা অসামাজিক কাজে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে প্রসাশনের তরফ থেকে আইন অনুযায়ী ব্যবস্হা নেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন তিনি। 

তিনি আরও বলেন, এই ঘটনাবলী থেকেই কঠোর অবস্থান নেয় রাজ্য সরকার। মাফিয়ারাজ সহ এই ধরনের কোন কার্যকলাপ যে বরদাস্ত করে না মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকার, এই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে তা আরও একবার প্রমাণিত হয়েছে।