জমি মাফিয়াদের হুমকির মুখে বৃদ্ধা, প্রাণনাশের হুমকি

আগরতলা, ১৭ জুলাই: জমি মাফিয়াদের হুমকির মুখে আগরতলা মিলনচক্র এলাকার ৭৯ বছরের অসহায় বৃদ্ধা। বৃদ্ধাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন ভাড়াটিয়া বলে অভিযোগ। তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজধানী মিলনচক্র এলাকায় বাসিন্দা কান্তি রাণী ভট্টাচার্য্য বলেন, তিনি বাড়িতে একাই থাকতেন। তিনি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্মরত ছিলেন। এখন পেনশনে আছেন। তার ছেলে-মেয়ে কেউ নেই। গত ২০১৮ সালের ২৬ অক্টোবর থেকে কমলপুরের বাসিন্দা পরিমল শীল তাঁর বাড়িতে ভাড়া থাকেন। ভাড়াটিয়া হিসাবে পরিমল শীলের ২০২১ সালের ১ ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তিপত্রের মেয়াদ ছিল। বৃদ্ধার  অভিযোগ, চুক্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ঘর খালি করে দিচ্ছেন না ভাড়াটিয়া পরিমল শীল। এমনকি তিনি কোন ভাড়ার টাকাও দিচ্ছেন না। এমনকি ঘর খালি করতে বললে তাকে গালিগালাজ করে এবং প্রাণে মারার হুমকি দেয় ভাড়াটিয়া পরিমল। পাশাপাশি, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আসে ভয়ভীতি প্রর্দশন করেন।  

এদিন তিনি আরও বলেন, ঘর খালি করে দেওয়ার জন্য তার কাছ থেকে ৭ লক্ষ টাকা দাবি করছেন পরিমল। এরই প্রতিবাদে তিনি এ.ডি নগর থানার দ্বারস্থ হন। কিন্তু থানা থেকে নিরাশাজনক উত্তর মিলেছে। পর্রবতী সময়ে সে মহিলা কমিশনের নিকট দারস্থ হয়েছেন।