গণ্ডাছড়ায় তিনটি দোকান আগুনে পুড়ে ছাই, ব্যবসায়ীদের দাবি নাশকতা, জেলা শাসক জানিয়েছেন শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত

আগরতলা, ১৬ জুলাই : আবারও অশান্ত হয়ে উঠেছে গণ্ডাছড়া। সোমবার গভীর রাতে গণ্ডাছড়া মহকুমায় সদর বাজারে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, নাশকতার আগুনে পুরেছে ওই তিনটি দোকান। কিন্ত, ধলাই জেলা শাসক জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই ওই দোকানগুলি আগুনে পুড়েছে। প্রশাসনের এই দাবি মানতে রাজি নন স্থানীয় ব্যবসায়ীরা। ফলে, সকাল থেকে তাঁরা বাজার বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছে প্রশাসন। সাথে মাইকিং করে বিএনএসএস ধারা ১৬৩ পালন করার জন্য সতর্ক করা হচ্ছে। 

গতকাল, মন্ত্রী-বিধায়কের নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল গণ্ডাছড়া সফরে গিয়েছিলেন। তাঁরা সেখানে গিয়ে ক্ষোভের মুখোমুখি হলেও পরিস্থিতি স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার আশ্বাসও তাঁরা দিয়ে এসেছেন। মহকুমা শাসকের কার্যালয়ে তাঁরা ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের সাথে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন এবং সকলের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

কিন্তু, তাঁরা গণ্ডাছড়া থেকে ফিরে আসার পর রাতেই বাজারের তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় পরিস্থিতি আবারও অশান্ত হয়ে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ বছর ধরে বাজারে পাহাড়ার দায়িত্বে থাকতেন তাঁরা। গতকাল প্রশাসনের তরফে ওই পাহাড়ার প্রয়োজন নেই বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তার বদলে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে, এমনই আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তার পরিণতি স্বরূপ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। জনৈক ব্যবসায়ীর দাবি, দমকলের দুইটি ইঞ্জিন সঠিক সময়ে বাজারে পৌছে আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক আকার ধারণ করত। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই ওই তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তাই, তাঁরা সকলে বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। 

ওই ঘটনায় ধলাই জেলা শাসক সামাজিক মাধ্যমে বার্তায় জানিয়েছেন, গণ্ডাছড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দমকল কর্মীরা সময়মত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তিনি ওই ঘটনায় কোন ধরণের গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছেন।