আগরতলা, ১৬ জুলাই।। বিগত বছরের মতো এবারও আগরতলা প্রেসক্লাব আয়োজিত আন্ত: মহকুমা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেভেন এ- সাইড খেলায় এবারও আটটি দল অংশ নিচ্ছে। খেলা হবে নকআউট পদ্ধতিতে আগরতলার ক্ষুদিরাম বসু স্কুল ময়দানে। ২০ জুলাই, শনিবার সকাল ১০ টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সবকটি দলের খেলোয়ারদের সকাল সাড়ে নয়টার মধ্যে মাঠে রিপোর্ট করতে অনুরোধ জানানো হচ্ছে। বিকেল চারটায় ফাইনাল ম্যাচের পরে হবে সমাপ্তি অনুষ্ঠান। উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার সদস্য, আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে । ১৮ জুলাই প্রতিযোগিতার ক্রীড়া সূচি ঘোষণা করা হবে। এদিকে, সোমবার দুপুরে আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যানের পৌরহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে টুর্নামেন্টের বিস্তারিত চূড়ান্ত করা হয়। একই সঙ্গে আগরতলা প্রেসক্লাবের দুটি দলের খেলোয়াড়দের নামও ঘোষণা করা হয়। দুটো টিমের খেলোয়াররা হলো: টিম “এ” : সন্তোষ গোপ (অধিনায়ক), মেঘধন দেব (সহ-অধিনায়ক), প্রসেনজিৎ সাহা, সুমন সাহা (গোলরক্ষক), অনির্বাণ দেব, সুজিত ঘোষ, অলক চৌধুরী, সুব্রত দেবনাথ, বিপ্লব চন্দ, শিসান চক্রবর্তী (ম্যানেজার)। কোচ – স্বরুপা নাহা ও চন্দ্রিমা শিরকার। টিম “বি”: সুমিত সিংহ (অধিনায়ক), মিল্টন ধর, কিঙ্কর শীল, অনিমেষ শর্মা, অভিষেক দেববর্মা (সহ-অধিনায়ক), অরিন্দম চক্রবর্তী, বিষ্ণুপদ বণিক, নারায়ন শীল (গোলরক্ষক), সুজিত আচার্য, সুপ্রভাত দেবনাথ (ম্যানেজার)। কোচ – মীনাক্ষী ঘোষ ও পর্শীয়া। স্পোর্টস কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
2024-07-16

