নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ১৬ জুলাই:
চিকিৎসক স্বল্পতায় ভুগছে সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্র। সঠিক পরিষেবা পাচ্ছেন না রোগীরা। সমস্যার মূল কারণ চিকিৎসক স্বল্পতা।
বর্তমানে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের তিনজন চিকিৎসক রয়েছেন। যার মধ্যে একজনকে ডেপুটেশনে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীতে। বাকি যে দুজন চিকিৎসক রয়েছেন তার মধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালেই চিকিৎসাধীন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক ডায়াল দেববর্মা। এমতাবস্থায় দাঁড়িয়ে দিনরাত পরিষেবা দিয়ে হাঁফিয়ে যাচ্ছেন সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের এমওআইসি পার্থপ্রতিম দাস।
তিনি জানান এরকম অবস্থা চলতে থাকলে দিন-রাত পরিষেবা দেওয়াটা তার পক্ষেও কষ্টকর হয়ে যাবে। আর এর ফলে রোগীরা সঠিক পরিষেবা থেকে ব্যাহত হবেন। তাই অতিসত্তর সমস্যার সমাধান করা না হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের রোগী এবং তার পরিবার এর মধ্যে।

