আগরতলা, ১৬ জুলাই: ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশে দুইজন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। আজ সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে শাসক দলের আশ্রিত দূর্বৃত্তরা কংগ্রেস কর্মীদের উপর এবং অফিসগুলিতে হামলার চালাচ্ছে। তাই সর্বভারতীয় কংগ্রেসের তরফ থেকে পরিস্থিতি খতিয়ে দেখতে ত্রিপুরার জন্য দুইজন পর্যবেক্ষক নিযুক্ত করেছেন। তারা হলেন, তারিক আনোয়ার এবং গৌরব গগৈ।

