আগরতলা, ১৬ জুলাই: পৃথক দুই অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ এবং আরপিএফ। আজ ভোরে সীমান্তে টহলধারীর সময় একজন বাংলাদেশী এবং বহিঃরাজ্যের এক ব্যক্তিকে আটক করে। অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং আরপিএফ আগরতলা রেলস্টেশন থেকে একজন বাংলাদেশী নাগরিক এবং এক ভারতীয় টাউটকে আটক করে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হবে।
বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, বিওপি নিশ্চিতপুরে টহলদারীর সময় সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে আটক করে। তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল। তাঁদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক। তার নাম আতিকুর রহমান (৪৮)। আরেকজন, সন্দেহভাজন টাউকে আটক করা হয়েছে। সে অসমের বাসিন্দা অরবিন্দ দাস।
অন্যদিকে, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং আরপিএফের যৌথ অভিযানে আগরতলা রেলস্টেশন থেকে দুইজন ব্যক্তিকে আটক করে। তাঁদের মধ্যে একজন চট্টগ্রামের বাসিন্দা রিংকু চন্দ্র দাস(১৮) এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েল দাস(২৭)-কে আটক করে।

