কোডারমা, ১৫ জুলাই (হি.স.) : ঝাড়খন্ডের কোডারমা থানার অন্তর্গত পূর্ণনগরে সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম যশোদা দেবী (৫৪)।
জানা গেছে, ওই মহিলার বাড়ির পাশে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, সেখানেই বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কোডারমা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করেছে।

