নতুন বিদেশ সচিব হলেন বিক্রম মিসরি, গ্রহণ করলেন দায়িত্বভার

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): ভারতের নতুন বিদেশ সচিব হলেন বিক্রম মিসরি। সোমবার সকালে নতুন বিদেশ সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স মাধ্যমে জানিয়েছে, টিম বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিদেশ সচিব বিক্রম মিসরিকে স্বাগত, তাঁর সফল মেয়াদের জন্য শুভেচ্ছা।  

৫৯ বছর বয়সী মিসরি তিনজন প্রধানমন্ত্রীর (ইন্দের কুমার গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদী) ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব সামলেছেন। ১৯৬৪ সালে শ্রীনগরে জন্ম তাঁর, ছোটবেলার পড়াশোনা গোয়ালিয়রে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন তিনি। পরে এমবিএও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *