নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): বিবাহ-বিচ্ছেদ মামলায় ওমর আবদুল্লার স্ত্রী পায়েলকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। আগেই বিবাহ-বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। তারই প্রেক্ষিতে এই নোটিশ পাঠাল শীর্ষ আদালত। গতবছর স্ত্রীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদের মামলা করেন ওমর।
কিন্তু এই মামলার কোনও ভিত্তি নেই বলে খারিজ করে দেয় হাইকোর্ট। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন এই ন্যাশনাল কনফারেন্স নেতা। বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহাসানুদ্দিন আমানুল্লার ৬ সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন পায়েলকে।