এ পর্যন্ত ৯৭ জনের বেশি প্রার্খীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে, ১.৫ লক্ষ পূরণের লক্ষ্য : মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব

উচ্চশিক্ষা দফতরে নবনিযুক্ত ৪১ প্রার্থীর হাতে নিয়োগপত্র বিতরণগুয়াহাটি, ১৫ জুলাই (হি.স.) : অসমে তাঁর আমলে এখন পর্যন্ত ৯৭,৪৫৪ জন প্রার্খীকে সরকারি চাকরি দেওয়া হয়েছে, লক্ষ্য ১.৫ লক্ষ পূরণ করা, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।আজ সোমবার রাজ্যের উচ্চশিক্ষা দফতরে নবনিযুক্ত ৪১ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র বিতরণ করে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর রাজ্য সরকার সামগ্রিকভাবে ৯৭,৪৫৪ জনকে সরকারি চাকরি দেওয়া হয়েছে। ২০২৫ সালের এপ্রিলের মধ্যে আরও ১৩ হাজার সরকারি পদ পূরণ করা হবে, বলেন মুখ্যমন্ত্রী। ড. শর্মা বিজেপি সরকারের অর্জিত একটি উল্লেখযোগ্য মাইলফলক তুলে ধরেছেন আজ। তিনি বলেন, ‘আমার সরকার নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি দূর করার লক্ষ্যে মেধাভিত্তিক নিয়োগে প্রতিশ্রুতিবদ্ধ। আগে ঘুষ ছাড়া সরকারি চাকরি মিলত না। এখন মেধার ওপর আমাদের স্বচ্ছতা এবং সমান সুযোগ নিশ্চিত করছে।’মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘অসমের যুবক-যুবতী এবং তাঁদের পরিবারকে ক্ষমতায়ন করার জন্য গর্ববোধ হচ্ছে।’ বলেন, সরকারি পদের জন্য উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা এবং কর্মজীবনের আকাঙ্ক্ষার প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছেন তিনি। সরকারি চাকরি বৃদ্ধি শুধুমাত্র কর্মসংস্থানকে শক্তিশালী করেনি বরং শিক্ষা-কেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তনকে উৎসাহিত করছে।শিক্ষাক্ষেত্রে নিয়োগের বিস্তৃত প্রভাব তুলে ধরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব সামাজিক উন্নয়নে এর ভূমিকার ওপর জোর দিয়েছেন, যার মধ্যে সাংস্কৃতিক এবং পাঠ্য-বহির্ভূত কার্যকলাপ রয়েছে যা শিক্ষার্থীদের উপকার করে, শিক্ষক এবং অধ্যাপক নিয়োগ শিক্ষার মান বৃদ্ধি করে। এনসিসি-র মতো কার্যক্রমের মাধ্যমে ছাত্রজীবনকে সমৃদ্ধ এবং সামগ্রিক উন্নয়নকে উৎসাহিত করে, বলেন মুখ্যমন্ত্রী।তদুপরি মুখ্যমন্ত্রী ছাত্রদের মধ্যে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে উদ্যোক্তা বাড়াতে রাজ্যের প্রতিশ্রুতি তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে ওলা, উবার এবং জোম্যাটো-র মতো স্টার্টআপগুলিকে উৎসাহিত করা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, বলেন তিনি।মুখ্যমন্ত্রী ড. শর্মা নবনিযুক্ত সরকারি চাকুরেদের অভিনন্দন জানিয়ে কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য, অসমে দেড়ে লক্ষ যুবক-যুবতীকে চাকরি দেওয়া, আমাদের রাজ্যের উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *