দুর্ঘটনাগ্রস্ত রাজীব ভট্টাচার্যের কনভয়, আহত চালক সহ ৩

আগরতলা, ১৫ জুলাই: আজ পতিছড়ি ড্রপ গেট এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্যের কনভয়।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বাইখোড়া জগন্নাথ জিও মন্দিরের উল্টোরথে যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত প্রদেচ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কনভয়। আজ পতিছড়ির কাছে এই দুর্ঘটনা। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনা কবলে পড়ে গাড়িটি। তাতে চালক সহ তিনজন  নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।  তাঁদের শান্তিরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।