ঢাকা, ১৫ জুলাই (হি.স.) : বাংলাদেশে সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে না, তা-হলে কি রাজাকারের নাতি-নাতনিরা কোটা সুবিধা পাবে? প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থাকে নিয়ে উত্তাল রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী গত কয়েকদিন ধরে পরিস্থিতি উত্তাল করে তুলেছে। গতকাল রবিবার গোটা দিন বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকা ছিল উত্তাল। রাতে আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে বেজায় সংঘর্ষ হয়েছে পুলিশের।
কোটাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিরক্ত প্রধানমন্ত্রী হাসিনার প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটার আওতায় না এনে কি রাজাকারের নাতি-পুতিরা কোটা পাবে? তা তো আমরা দিতে পারি না।
প্রধানমন্ত্রী আরও বলেন, বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের কে দিয়েছে? যাঁরা দেশকে স্বাধীন করার জন্য জীবনপণ লড়েছেন, তাঁদের বিরুদ্ধে কথা বলার সাহস তারা পায় কী করে? মুক্তিযুদ্ধ তাদের এখন ভালো লাগে না, আশ্চর্য।