আগরতলা, ১৫ জুলাই: দীর্ঘ নয় বছর পর সড়ক দুর্ঘটনায় স্কুটি চালকের মৃত্যুর মামলায় ঐতিহাসিক রায় দিল সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। আজ আদালতের স্পেশাল জর্জ দেবাশিষ কর বাস চালককে দোষী সাব্যস্ত করেছেন। ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছেন। অনাদায়ে আরো এক বছরের অতিরিক্ত সশ্রম কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২০১৫ সালে বিশ্রামগঞ্জ থানাধীন পুস্করবাড়ি এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন আগরতলার সমীর বিশ্বাস। অভিযুক্ত বাস চালক জীবনকৃষ্ণ দেবনাথের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছিল। আজ সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা আদালত মোট ১৭ জন সাক্ষীদাতার সাক্ষ্যদানের পর বিচারক দেবাশীষ কর গাড়ির চালক জীবনকৃষ্ণ দেবনাথেরকে দোষী সাব্যস্ত করেছেন। ১০ বছরের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরো একবছর জেল সশ্রম কারাদণ্ড নির্দেশ দেওয়া হয়।

