কলকাতা, ১৪ জুলাই (হি. স.): আড়িয়াদহের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাহুবলীদের গুন্ডাগিরির ছবি ভাইরাল হয়েছে। ঘটনাস্থল সিঁথি। অভিযোগ, ৫ লক্ষ টাকা তোলা না দেওয়ায় এক প্রোমোটারের অফিসে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। এ ঘটনায় এখনও পর্যন্ত মোট ছ’জনকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। সেদিনই গ্রেফতার করা হয়েছিল অন্য দুই অভিযুক্তকে। রবিবার সকালে গ্রেফতার করা হলো আরও দু’জনকে। এদিকে রানার সঙ্গে ইতিমধ্যেই একাধিক বরিষ্ঠ তৃণমূল নেতার ছবি প্রকাশ্যে এসেছে। যা নিয়েও শুরু হয়েছে জলঘোলা।
2024-07-14

