হুগলি, ১৪ জুলাই (হি.স.): পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল হুগলি জেলার চুঁচুড়ার এক যুবকের। মৃতের নাম আকাশ সিং। ২২ বছরের যুবক চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের দত্ত কলোনির বাসিন্দা। পরিবার জানিয়েছেন, স্থানীয় কয়েকজনের সঙ্গে প্রতিদিন সকালে আকাশ দৌড়োতে যেতেন চুঁচুড়া কৃষি খামার এলাকায়। চুঁচুড়া স্টেশনের কাছে ধান্য গবেষণা কেন্দ্রের ভিতর রয়েছে ওই খামার। রাস্তা ফাঁকা থাকে বলে জগিংয়ের জন্য আকাশেরা ওই জায়গা বেছে নেন। রবিবার সকালেও দৌড়তে গিয়েছিলেন ওই যুবক। সঙ্গে ছিলেন সাগর বিশ্বাস নামে এক যুবক। শরীরচর্চা শেষে নলকূপের জলে স্নান করেন তাঁরা। কিন্তু, রবিবার নলকূপের পাইপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন আকাশ। বন্ধু বুঝতে পেরে রাস্তা থেকে টোটো ডেকে আনেন। এক কৃষক জমিতে কাজ করছিলেন। তাঁর সাহায্য নিয়ে বন্ধুকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যান সাগর। কিন্তু, চিকিৎসক পরীক্ষা করে জানিয়ে দেন মৃত্যু হয়েছে আকাশের।
2024-07-14