পুণে, ১৪ জুলাই (হি. স.): বিগত কয়েকদিন ধরেই দেশের একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। মূলত উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশেই তার সংখ্যা বেশি। আর এবার পুণেতে ভূমিধসের ঘটনা ঘটলো। জানা গেছে, রবিবার সকালে পুণের আটকারওয়াড়ির কাছে ভূমিধসের ঘটনা ঘটে। আচমকা ধসে পড়ে পাহাড়ের একটা অংশ। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ঘটনার জেরে সিংহগড় ফোর্টের ট্রেকিংয়ের পথ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
2024-07-14