ইন্দোর, ১৪ জুলাই (হি. স.): তৃতীয়বার ক্ষমতায় আসার পর “এক পেড় মা কে নাম” কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কর্মসূচিকে স্মরণ করে রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, রবিবার মধ্যপ্রদেশ সফরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই সফরে গিয়েই গাছ লাগালেন তিনি। অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মাসখানেক আগে যে কর্মসূচি শুরু করেছিলেন, এখন তাই মহীরূহ হয়ে উঠছে।
2024-07-14