কলকাতা, ১৪ জুলাই (হি.স.): লোকসভা ভোট মিটেছে অনেক দিন হল, তবুও পশ্চিমবঙ্গের বিভিন্ন হিংসা থামছেই না। সর্বত্রই আক্রান্ত বিরোধী দলের নেতারা। বিজেপির বহু কর্মী এখনও ঘর-ছাড়া। এই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি ধর্না মঞ্চে উপস্থিত রয়েছেন বিজেপির অনেক নেতাও। রাজভবনের সামনে ধর্না ও অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ধর্নায় বসতে পারবেন তিনি। সেই মতো রবিবার ধর্নায় বসেছেন তিনি। হিন্দুস্থান সমাচার। রাকেশ।
2024-07-14