মহেন্দ্রগড়, ১৪ জুলাই (হি. স.): ভয়াবহ পথদুর্ঘটনা হরিয়ানার মহেন্দ্রগড়ে। রবিবার ভোরে একটি স্করপিও গাড়ি ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ। সেখানে গিয়ে ৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করে। আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন। যদিও কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ
2024-07-14

