বারুইপুরে অ্যাম্বুলেন্স ও লরির সংঘর্ষে আহত দু’জন, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা!

বারুইপুর, ১৩ জুলাই (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে অ্যাম্বুলেন্স ও লরির সংঘর্ষে আহত হয়েছেন দু’জন। শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ লালগেট এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অ্যাম্বুলেন্সটি বারুইপুর থেকে ক্যানিংয়ের দিকে যাচ্ছিল। ইটের লরিটি বারুইপুরের দিকে আসছিল।  লরির গতিবেগ বেশি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে উল্টে যায়। এরপর লরিটি আরেকটি মোটর ভ্যানকে ধাক্কা মারে। অ্যাম্বুলেন্সের চালক গুরুতরভাবে জখম হন। তাঁর মাথায়-হাতে-পায়ে আঘাত লাগে। পথচলতি মানুষ আহতদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত চালকের নাম সোমনাথ চট্টোপাধ্যায়। কলকাতার মেডিক্যাল হাসপাতাল থেকে রোগী ক্যানিংয়ে নিয়ে যাচ্ছিল। আহত ভ্যানচালকের নাম রুহুল আমিন মন্ডল। তাঁর বাড়ি রামনগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সীতাকুন্ড এলাকায়। তাঁর পায়ে গুরুতর চোট লাগে।