পঞ্চায়েত নির্বাচন, শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেসের তীব্র বিরোধ 

আগরতলা, ১৩ জুলাই: আগামী ৮ আগস্ট হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি এবং বিরোধী কংগ্রেস দলের বিরোধ তীব্র আকার ধারণ করেছে কালাছড়া ব্লকের বড়ুয়াকান্দি গ্রাম পঞ্চায়েতে। 

বেশ কয়েকদিন যাবতই কংগ্রেস দলের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছিল যে এলাকার কংগ্রেস সদস্যদের ভোটদানে এবং মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিচ্ছে শাসক দল বিজেপি  এবং বি এম এস কর্মীরা। তারা নাকি বিএমএস এর গুণ্ডাবাহিনীর দ্বারা একের পর এক হুমকির সম্মুখীন। আজ শাসক দল আশ্রিত রাজদীপ ভট্টাচার্য নামে এক যুবক তার আর্টিকা গাড়ি নিয়ে চন্দ্রপুর থেকে বড়ুয়া কান্দির উপর দিয়ে তার বোনের বাড়িতে যাবার সময় তাকে আট দশজন মিলে গাড়ি আটকে মারধর করে। 

এমনকি ,গাড়ির সবগুলি গ্লাস পর্যন্ত ভেঙে দেয়। কিছুক্ষণ পর প্রমোথ কুমার নাথ নামে একজন গাড়ি নিয়ে আসার সময় তার গাড়ি ভাঙ্গা হয় এবং ধর্মনগর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে উপপ্রধান অনুপ দাস তার সঙ্গী সাথী নিয়ে গেলে তার উপরও আক্রমণ হয়। এতে ক্ষতবিক্ষত অবস্থায় উপপ্রধান অনুপ দাস ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ভর্তি হয়। ঘটনার খবর পেয়ে বিএমএস কর্মীরা সুব্রত রুদ্র পালের নেতৃত্বে এলাকায় যায় এবং কিছু বাড়িঘর ভাঙচুর করে বলে অভিযোগ । যাদের বিরুদ্ধে ধর্মনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তারা হলো মানিক পাল, গৌতম বিশ্বাস ,মানব বিশ্বাস, বিমান রায় এবং নান্টু দেব। গৌতম বিশ্বাসের মা গৌরী বিশ্বাস আবার মহিলা কংগ্রেস সভানেত্রী বলে জানা গেছে।এদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে এই ঘটনাকে তীব্র নিন্দা জানানো হয়েছে।  

__________