আগরতলা, ১৩ জুলাই: গন্ডাছড়ায় নিহত পরমেশ্বর রিয়াং-র বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন প্রদ্যোত কিশোর দেববর্মন। তিনি নিহতের পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তি প্রদানের আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এডিসির তরফ থেকে নিহতের পরিবারকে ১ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে বলে জানান তিনি।
এদিন তিনি বলেন, শান্তি- সম্প্রতি বজায় রাখার জন্য অপামর তিপ্রাসাদের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কিন্তু শান্তি বজায় রেখে। পরমেশ্বর রিয়াংকে ফিরিয়ে আনা সম্ভব নয়। কিন্তু এবিষয়ে তিনি ডিজিপির সাথে কথা বলেছেন। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে।
এদিন তিনি আরও বলেন, দুঃখিত পরমেশ্বর রিয়াংকে বাঁচাতে পারিনি কিন্তু আমি তার পরিবারের জন্য ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন।