হিমাচলের হামিরপুরে জয়ী বিজেপি; সুখুর স্ত্রী জিতলেন দেহরায়, কংগ্রেসের জয় নালাগড়ে

শিমলা, ১৩ জুলাই (হি.স.) : হিমাচল প্রদেশের হামিরপুর বিধানসভা আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী আশিস শর্মা। কংগ্রেসের পুষ্পেন্দ্র বর্মাকে দেড় হাজার ভোটে হারালেন তিনি। ২০২২ সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে নির্দল প্রার্থী হিসাবে জিতেছিলেন আশিস। সম্প্রতি বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়েছিল। হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জিতলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। ৯,৩৯৯টি ভোটের ব্যবধানে জিতেছেন সুখুর স্ত্রী। দু’বারের বিধায়ক ও বিজেপি প্রার্থী হোশিয়ার সিংকে প্রত্যাখ্যান করলেন ভোটাররা। কমলেশ ঠাকুর পেয়েছেন ৩২,৭৩৭টি ভোট, হোশিয়ার পেয়েছেন ২৩,৩৩৮টি ভোট। ২০২২ সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্রে কংগ্রেস এবং বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতেছিলেন হোশিয়ার। গত বছর বিধায়ক পদে ইস্তফা দিয়ে তিনি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়। কংগ্রেসের জয় নালাগড়েও। এই জয় প্রসঙ্গে কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং বলেছেন, “এটি জনগণের জনাদেশ। বিজেপি যেভাবে অন্যান্য রাজ্যে নির্বাচিত সরকারগুলিকে পতন ঘটাচ্ছিল, হিমাচল প্রদেশেও তারা একই কাজ করার চেষ্টা করেছিল। কিন্তু হিমাচল প্রদেশের জনগণ শিক্ষিত…এবার তারা কংগ্রেসকে সুস্পষ্ট জনাদেশ দিয়েছে এবং রাজ্যে আমাদের সরকারকে শক্তিশালী করেছে…কংগ্রেস আসন্ন নির্বাচনেও রাজ্যে ভালো করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *