মুম্বই, ১৩ জুলাই (হি.স.): ভারতীয় দলের প্রাক্তন সতীর্থ অংশুমান গায়কোয়াড় ক্যানসারে আক্রান্ত। এই খবরে কিংবদন্তি কপিল দেবের মন কেঁদে উঠেছে।তারা দুজনে একসময় এক সঙ্গে ৩৪টি ম্যাচ খেলেছেন। তাই কপিল দেব তাঁর পেনশনের টাকা গায়কোয়াড়ের চিকিৎসার জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডকেও গায়কোয়াড়ের চিকিৎসায় এগিয়ে আসতে বলেছেন কপিল। ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রধান কোচ অংশুমান গায়কোয়াড় ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
2024-07-13