নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বামুটিয়া ব্লকে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠক থেকে সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে প্রশাসনের তরফে নির্বাচন শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য সহযোগিতা আহ্বান করা হয়েছে।
রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর বামুটিয়া ব্লকে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভার বিধায়ক নয়ন সরকার, বামুটিয়ার বিজেপি মন্ডল সভাপতি বিজু পালসহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা।
আগামী ৮ আগস্ট রাজ্যের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন বামুটিয়া এলাকাতে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে এইদিন সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে বামুটিয়া ব্লকে। বিডিও অমিতাভ ভট্টাচার্যের নেতৃত্বে হয়েছে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা।
এই বৈঠকে মনোনয়নপত্র দাখিল, শাসক বিরোধী মনোনয়নপত্র দাখিলের জন্য নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনের কাজে নিয়োজিত বিভিন্ন আধিকারিকরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বামুটিয়া ব্লকের বিডিও অমিতাভ ভট্টাচার্য জানান এই দিন সিপিআই(এম) দলের নেতৃত্বরা বামুটিয়া ব্লক থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনে নিজেদের দলিয় প্রার্থীরদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিজেপি এবং সিপিআইএমকে পৃথক পৃথক তারিখ দেওয়া হয়েছে মনোনয়নপত্র দাখিল করার জন্য। এই সর্বদলীয় বৈঠকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থারও পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল বামুটিয়া ব্লক চত্বরে।