উন্নাও, ১০ জুলাই : লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে উন্নাও জেলায় আজ সকাল সাড়ে পাঁচটায় বিহার থেকে আসা একটি ডাবল ডেকার বাসের (ইউপি৯৫টি৪৭২০) সাথে একটি দুধের ট্যাঙ্কার (ইউপি৭০সিটি৩৯৯৯) সংঘর্ষে ঘটনাস্থলেই ১৮ জন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাসটি সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছানোর এবং সম্ভাব্য সবরকম সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই ঘটনায় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল শোক প্রকাশ করেছেন।
উন্নাওয়ের পুলিশ সুপার, এরিয়া অফিসার বাঙ্গারমাউ এবং অন্যান্য থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। বেহতা মুজাওয়ার থানা এলাকার গড়া গ্রামের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন, মীরাটের মোদিপুরম থানার বাসিন্দা আশফাকের ছেলে দিলশাদ, বিহারের শিবহার জেলার ভাদুর থানার বাসিন্দা রাজেন্দ্রের ছেলে বিটু, সিওয়ান জেলার বাসিন্দা রামবিলাসের ছেলে রজনীশ, রামসুরাজ দাসের ছেলে লালবাবু দাস। শিবহার বিহারের হিরাগা থানার বাসিন্দা রামপ্রবেশ কুমার, লাল বাহাদুর দাসের ছেলে ভারত ভূষণ কুমার, বাবু দাস রামসুরাজ দাসের ছেলে মো. সাদ্দামের ছেলে মো. বশির বিহারের গামরোলি থানার শিবহারের বাসিন্দা। নাগমা মেয়ে শাহজাদ, শাবানা স্ত্রী শাহজাদ ভজনপুরা দিল্লির বাসিন্দা, চাঁদনীর স্ত্রী মো. শামশাদের বাসিন্দা শিভোলি, মুলহারী, মো. আব্দুল বাছিরের ছেলে শফিক, আব্দুল বাছিকের স্ত্রী মুন্নি খাতুন, আব্দুল বাছিরের ছেলে তৌফিক আলমকে শনাক্ত করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্নাউ-এ সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে গভীর শোক প্রকাশ করেছেন । সেই সঙ্গে তিনি সমস্যাটি যে রাজ্য সরকেরের তত্বাবধানে রয়েছে সে সম্পর্কে আশ্বস্ত করেছেন এবং জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্থদের সম্ভাব্য সমস্ত রকম সহায়তা দানের কাজে নিয়োজিত রয়েছে ।
প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে এক্স-এ পোস্ট হয়েছে:“উত্তরপ্রদেশের উন্নাউ-এ সংঘটিত সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক । এই দুর্ঘটনায় তিন জনের জীবন হানি হয়েছে, তাঁদের প্রতি জানাই সমবেদনা । এই কঠিন সময়ে ঈশ্বর তাঁদের মঙ্গল প্রদানকরুন । সেই সঙ্গে এই ঘটনায় যারা আহত হয়েছেন, কামনা করছি, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সমস্যাটি রাজ্য সরকারের দেখাশোনা করছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্থদের সম্ভাব্য সমস্ত রকম সহায়তা দানের কাজে নিয়োজিত রয়েছে : PM @narendramodi” উত্তরপ্রদেশের উন্নাউ-এ সংঘটিত সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক । এই দুর্ঘটনায় তিন জনের জীবন হানি হয়েছে, তাঁদের প্রতি জানাই সমবেদনা । এইকঠিন সময়ে ঈশ্বর তাঁদের মঙ্গল প্রদানকরুন । সেই সঙ্গে এই ঘটনায় যারা আহত হয়েছেন, কামনা করছি,তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুনসমস্যাটি রাজ্য সরকারের দেখাশোনা করছে, স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্থদের সম্ভাব্য সমস্ত রকম সহায়তা দানের কাজে নিয়োজিত রয়েছে …
— PMO India (@PMOIndia) July 10, 2024
প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও) থেকে এক্স-এ পোস্ট হয়েছে: “এছাড়াও মোদী উন্নাউ-এর পথ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়ের জন্য ‘প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল’ (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে, অন্যদিকে আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবার কথা ঘোষণা করেছেন ।”
এছাড়াও মোদী উন্নাউ-এর পথ দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের নিকট আত্মীয়ের জন্য ‘প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল’ (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা করে, অন্যদিকে আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবার কথা ঘোষণা করেছেন https://t.co/rZDoM9sqeY
— PMO India (@PMOIndia) July 10, 2024