আগরতলা, ১০ জুলাই: মহারাজগঞ্জ বাজারের মূল প্রবেশ পথ দিয়ে যাতায়াত করতে তীব্র দুর্ভোগের শিকার হচ্ছেন জনগণ। কারণ, দীর্ঘ দিন ধরে ড্রেন নির্মাণ করা হবে বলে রাস্তা কাটা হয়েছিল।
জনৈক ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনেক দিন আগে ড্রেন নির্মাণ করার জন্য রাস্তা কাটা হয়েছিল। তারপর তারা নিজ উদ্যোগে বাঁশ দিয়ে ব্যবসায়ীরা সাঁকো নির্মাণ করা হয়েছে। এই সাঁকো দিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে যাতায়াত করছে মানুষ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো কাজের কোন গতি নেই সংশ্লিষ্ট দপ্তরের। তাতে তীব্র দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তাই বিষয়টি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধান করার দাবি তুলেন এলাকার ব্যবসায়ীরা।

