বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

আগরতলা, ১০ জুলাই: টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ তুলেছেন এক ব্যক্তি। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষ কিভাবে  জায়গা দখল করছেন তা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ২০১১-১২ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় খোলার জন্য বার কানি আড়াই ঘন্টা জায়গা চুক্তির মাধ্যমে বন্দোবস্ত দিয়েছিল। পরবর্তীকালে টেকনো ইন্ডিয়া গ্রুপ নাকি তাদের সেই জায়গার পার্শ্ববর্তী সরকারী জমি দখল করে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ। আজ বিমল বর্মন নামে জনৈক ব্যক্তি এমনটাই অভিযোগ তুলে টেকনো ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। 

তাঁর অভিযোগ, মহেশখলা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে তিনি ভোগ দখল করে বসবাস করে আসছিলেন। সাড়ে ১৭ গন্ডা জায়গা  প্রায় ৪০ বছর ধরে তিনি ভোগ দখল করে আসছিলেন। পরবর্তীকালে চাকরি সুবাদে তিনি আগরতলায় চলে আসেন। কিন্তু জায়গাটি তাঁর দখলেই ছিল। কিন্তু কিছুদিন আগে তিনি জায়গায় বেড়া দিয়ে এসেছিলেন। পরবর্তীতে মহেশখোলার কিছু মাতব্বরকে সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় সেই বেড়া ভেঙ্গে দেয় এবং সেই জায়গায় তাদের বলে দাবি করে।

বিমল বাবুর আরও অভিযোগ, যে জায়গায় তিনি এতবছর যাবৎ ভোগ দখল করে আসছিলেন সেই জায়গাটি টেকনো ইন্ডিয়াকে দেওয়া হয়নি। এটি সরকারি জায়গা বলে উল্লেখ আছে। সরকার যদি তাকে বলে তাহলে তিনি ছেড়ে দিতে রাজি আছেন। কিন্তু টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ কিভাবে জোর করে সে জায়গা দখল করছেন তা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।