নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই: বুধবার লেম্বুছড়াস্থিত ফিশারি কলেজে ২৪ তম জাতীয় মৎস্য উৎসব ২০২৪ পালন করা হয়,এবং “উত্তর পূর্ব ভারতে নীল রুপান্তর- কৃষকের দৃষ্টিভঙ্গি” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর পি.এইচ ডি রঞ্জিত শর্মা ডিরেক্টর অফ এক্সটেনশন এডুকেশন(সি এ ইউ),সহ অনিল এস কোটমিরে জেনারেল ম্যানেজার নাবার্ড ,অরুণ ভাই প্যাটেল ডিন এন ই এস এফ এ এবং বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্য চাষীরা।
এদিনের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের সর্বোচ্চ সফল মৎস্য চাষীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং এই তালিকায় ত্রিপুরা রাজ্য থেকে সংবর্ধিত হন মোহনপুরের সুজিত দাস।