গুয়াহাটি, ৮ জুলাই (হি.স.) : গুয়াহাটির বরাগাঁও এলাকার বুক চিরে ধাবিত জাতীয় সড়কে একটি গাড়ির ধাক্কায় মৃত্যুবরণ করেছেন অজ্ঞাতপরিচয় জনৈক ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, সম্ভবত রবিবার মধ্য বা শেষ রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে। আজ সোমবার ভোররাতে জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন ওই রাস্তায় যাতায়াতকারী একটি গাড়ির চালক। তিনি খবর দেন পুলিশকে।
খবর পেয়ে পুলিশ অকুস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিহত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ জনসাধারণের সহায়তা চাইছে।