অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস

আগরতলা, ৮ জুলাই: অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে সোচ্চার হয়েছে অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। আজ সংগঠনের উদ্যোগে রাজপথে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শ্রম দপ্তরের গণডেপুটেশন দেওয়া হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল অভিযোগ করেন, ত্রিপুরায় অসংগঠিত শ্রমিকদের অবস্থা খুবই করুণ। তাঁরা সরকারের তরফ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। এতদিন যাবৎ তাঁরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

এদিন তিনি আরও অভিযোগ, প্রতিনিয়ত শ্রমিকরা কর্মস্হলে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছেন। কিন্তু তাদের পরিবার সরকারের সহযোগিতা পাচ্ছে না। বেসরকারি দপ্তরে শ্রমিকরা ১২ ঘন্টা কাজ করছেন। পাশাপাশি, সরকারি কর্মচারীদের মতো তাঁরা ভাতা পাচ্ছেন না।

তার কথায়, বিগত দিনেও অসংগঠিত শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে শ্রম দপ্তরের ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্ত দপ্তরের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তাই আজ আবারও সংগঠনের তরফ থেকে গণডেপুটেশন দেওয়া হয়েছে।