BRAKING NEWS

তামিলনাড়ুর বিএসপি নেতাকে বাড়ির সামনে কুপিয়ে খুন, গ্রেফতার ৮ অভিযুক্ত

চেন্নাই ও লখনউ, ৬ জুলাই (হি.স.) : তামিলনাড়ুর বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান কে আর্মস্ট্রংকে চেন্নাইয়ের পেরাম্বুরে তাঁর বাড়ির সামনে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে দলের কয়েক জন কর্মীর সঙ্গে কথা বলছিলেন তিনি। সেই সময়ে বাইকে করে এসে দুষ্কৃতীরা আচমকা হামলা চালায়। মুহূর্তের মধ্যে কয়েক বার কোপ মারা হয় আর্মস্ট্রংয়ের বুকে। তার পরেই সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তেরা। পরে তাঁর মৃত্যু হয়। এই খুনের ঘটনায় ৮ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বৃহত্তর চেন্নাইয়ের পুলিশ কমিশনার সন্দীপ রাই রাঠোর বলেছেন, “১০টি বিশেষ দল গঠন করা হয়েছে। অপরাধের দৃশ্য এবং সিসিটিভি ফুটেজ তদন্ত করার পরে, ২ ঘন্টার মধ্যে ৮ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের ষড়যন্ত্র এবং সবকিছু তদন্ত করা হচ্ছে। আমরা সব দিক থেকে তদন্ত করছি। আর্মস্ট্রংয়ের কাছে একটি বন্দুকের লাইসেন্স ছিল “

পুলিশ সূত্রের খবর, বাইকে করে ৬ জন দুষ্কৃতী এসেছিল। তাদের কাছে ধারালো অস্ত্র ছিল। আর্মস্ট্রংকে একাধিক বার কুপিয়ে তারা পালিয়ে যায়। দলের কর্মী এবং আর্মস্ট্রংয়ের পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে চেন্নাইয়ের রাস্তায় বিএসপির বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারির দাবি জানিয়ে পথে নেমেছেন দলের কর্মী এবং সমর্থকেরা। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে শনিবার সকালে রাজীব গান্ধী সরকারি হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন বিএসপি-র কর্মী-সমর্থকরা।

আর্মস্ট্রংকে খুনের তীব্র নিন্দা করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। শুক্রবার রাতেই এক্স হ্যান্ডেলে মায়াবতী মন্তব্য করেছেন, “আর্মস্ট্রংকে তাঁর চেন্নাইয়ের বাড়ির বাইরে নৃশংসভাবে হত্যা করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। পেশায় একজন আইনজীবী, তিনি তামিলনাড়ুতে শক্তিশালী দলিত কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন। রাজ্য সরকারকে দোষীদের শাস্তি দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *