নয়াদিল্লি, ৬ জুলাই (হি. স.) : ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান। পরাজিত করেছেন চরমপন্থী নেতা সাইদ জালিলিকে। ইসলামিক দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
শনিবার পেজেস্কিয়ানকে শুভেচ্ছা জানিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য মাসুদ পেজেস্কিয়ানকে অভিনন্দন। দুই দেশের জনগণের উন্নতির স্বার্থে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।’ মোদী ছাড়াও পেজেস্কিয়ানকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন-সহ অন্যান্য রাষ্ট্রনেতারা।
উল্লেখ্য, গত ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তারপরই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মোখবর। কিন্তু তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হননি। এবারের ভোটে প্রার্থী হয়েছিলেন মোট ছয়জন। কিন্তু পরবর্তীতে দুজন নাম প্রত্যাহার করে নেন। শেষপর্যন্ত টক্কর হয়েছিল মাসুদ পেজেস্কিয়ান এবং সাইদ জালিলির মধ্যে। গত ২৮ জুন ইরানে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন হয়। কিন্তু তাতে কোনও প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাননি। পরবর্তীতে ৫ জুলাই হয় দ্বিতীয় দফার নির্বাচন। তাতে জালিলি পান ১ কোটি ৩০ লক্ষ ভোট। অন্যদিকে ১ কোটি ৭০ লক্ষ ভোট পেয়ে জয়ী হন পেজেস্কিয়ান। ইরানকে প্রগতিশীল দেশ হিসেবে তুলে আনার পক্ষপাতী পেশায় হৃদরোগ বিশেষজ্ঞ পেজেস্কিয়ান। তাঁর জয়ে আশার আলো দেখছেন দেশবাসী।

