গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : বন্যার জলে হাবুডুবু খাচ্ছে অসমের বিস্তীর্ণ অঞ্চল। বন্যা মোকাবিলা এবং বন্যার্তদের সহায়তায় কেন্দ্রীয় সরকার যাবতীয় সাহায্য করবে, আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ভারী বর্ষণের ফলে অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতি সম্পর্কে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন তিনি। অমিত শাহ জানান, এনডিআরএফ এবং এসডিআরএফ ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও উদ্ধার অভিযানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের জনগণকে আশ্বস্ত করে বলেছেন, কেন্দ্রীয় সরকার চলমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত ১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে ফোন করে রাজ্যের ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছিলেন। পর পর দুবার ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে জানতে চাইলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানান, অরুণাচল প্রদেশ এবং আপার আসামের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের দরুন চলতি বছরের দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছে অসম। বার্তালাপে বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কেও খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে এ খবর জানিয়েছেন।