BRAKING NEWS

ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক, তিস্তায় তলিয়ে গেল মেল্লিবাজার যাওয়ার রাস্তা

দার্জিলিং, ৫ জুলাই (হি.স.) : ধসে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়ল ১০ নম্বর জাতীয় সড়ক। টানা বর্ষনের জেরে তিস্তায় জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। যার জেরে মেল্লি বাজার যাওয়ার রাস্তা ধসে তিস্তার গর্ভে চলে গিয়েছে। ফলে কার্যত ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ঘুরপথে গাড়ি চলাচল করছে। তবে প্রশাসনের তরফে আগে থেকেই এই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল।

প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ের লেবং কার্ট রোডে ধস নামে। ক্ষতিগ্রস্ত হয় দুটি গাড়ি। যদিও সেইসময় গাড়িতে কেউ না থাকায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে ধসের জেরে কিছুক্ষণ লেবং কার্ট রোডে যান চলাচল বন্ধ ছিল। পুলিশ ও পূর্ত দফতরের যৌথ উদ্যোগে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে। লাগাতার বৃষ্টিতে কিছুটা হলেও থমকে স্বাভাবিক জীবনযাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *