BRAKING NEWS

বাম ছাত্র সংগঠনের মিছিলে যুব মোর্চার বিরুদ্ধে বিশৃংখলা তৈরির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুলাই: নিট ও নেট পরীক্ষার কেলেঙ্কারির প্রতিবাদে এস এফ আই এবং টিএসইউ এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করা হয়েছে। বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা যখন রাজপথে বিক্ষোভ মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন তখন শাসক দলের যুব মোর্চার জনৈক নেতা বাম ছাত্র সংগঠনের কর্মীদের উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছেন বাম নেতৃত্বরা।

বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয় নিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বাম ছাত্র সংগঠনের নেতৃত্বরা যখন মিছিল নিয়ে এগোচ্ছিলেন তখন যুব মোর্চার জনৈক নেতা কর্মীদের উদ্দেশ্যে উস্কানিমূলক আচরণ করেছেন। পাশাপাশি সম্পূর্ণ অগণতান্ত্রিক পরিস্থিতির সৃষ্টি করেছেন। যার ফলে বিক্ষোভ মিছিলে ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের সঙ্গে বাম ছাত্র নেতৃত্বদের কিছুটা ধস্তাধস্তিও হয়। এই ঘটনায় শাসকদলের যুব মোর্চার নেতৃত্বের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন বাম ছাত্র সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *