BRAKING NEWS

চোপড়ায় নারী নির্যাতন : নাম না করে তৃণমূলকে নিশানা মোদীর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি. স.) : চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় সার্বিকভাবে সামাজিক অবক্ষয় নিয়ে হতাশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় মোদী বলেন যে, যখন নিজেদের সহযোগী দলের শাসন করা রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা ঘটে, তখন বিরোধী নেতারা মুখে ‘তালা’ লাগিয়ে বসে থাকেন। যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন মোদী। সেইসঙ্গে চোপড়ার ঘটনায় যেভাবে দু’জনকে মারধর করা হচ্ছিল এবং তারপরেও বাকিরা তাঁদের বাঁচাতে না এসে ভিডিও করছিলেন, তা নিয়ে উষ্মাপ্রকাশ করেন। কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের নাম করেননি মোদী। তবে ওয়াকিবহাল মহলের বক্তব্য, তিনি পরোক্ষে তৃণমূলকেই নিশানা করেন এদিন।

রাজ্যসভায় এদিন মোদী বলেন, ‘কোনও রাজ্যের বিরুদ্ধে নির্দিষ্ট করে কিছু বলছি না। রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যও কিছু বলছি না। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পশ্চিমবঙ্গের একটা ভিডিও দেখলাম। একজন মহিলাকে সকলের সামনে রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। বোনটা চিৎকার করছিল। কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকা কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। ভিডিও বানাতে ব্যস্ত ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *