BRAKING NEWS

বহু রাস্তা বন্ধ, বিকল্প পথের চিন্তা ভাবনা কালিম্পংয়ের প্রশাসনের

কালিম্পং, ৩ জুলাই (হি. স.) : লাগাতর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একধিক এলাকা। ধস নেমে বেহাল রাস্তা। ধসে ক্ষতিগ্রস্ত মেল্লি, রাবিঝোরা -সহ জাতীয় সড়কের একাধিক জায়গায়। ঘুম উড়েছে বহু পর্যটকের। স্থানীয় মানুষ এবং পর্যটকদের পরিস্থিতি বিচার করে বিকল্প পথের ঘোষণা করল কালিম্পং প্রশাসন।

এখনই বৃষ্টি থামার কোনো সম্ভবনা নেই। উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আগামী শনিবার অবধি এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। দুর্যোগের কথা ভেবে বুধবার বড় সিদ্ধান্ত জানালো কালিম্পংয়ের প্রশাসন। কালিম্পং জেলা প্রশাসনের তরফে নোটিস জারি করে জানানো হয়েছে, ধসের কারণে কয়েকদিনের জন্য বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক। গাড়ি চলবে বিকল্প পথে। মেরামতির জন্য আপাতত বন্ধ রাখা হচ্ছে এই রাস্তা। প্রশাসনের পরবর্তী নোটিস জারি করার আগে এমটাই নিয়ম বহাল থাকবে। কবে থেকে আবার এই রাস্তা ব্যবহার করা যাবে সেবিষয়ে জানিয়ে দেবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *