সিদ্ধি আশ্রম বাজারে নিগমের উচ্ছেদ অভিযান 

আগরতলা, ৩১ মে: রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাব গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম।আজ সকালে সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে আগরতলা বাধারঘাট রেলস্টেশন পর্যন্ত জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। কমিশনার শৈলেশ কুমার যাদবের দাবি, কিছু দিন পূর্বে প্রসাশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল।কিন্তু অনেকেই তাতে কর্ণপাত করেননি।

এদিন শৈলেশ কুমার যাদব জানিয়েছেন, সিদ্ধি আশ্রমের প্রধান সড়ক থেকে  লআগরতলা বাধারঘাট রেলস্টেশন পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ করা হবে। কিন্তু রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছিল। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। 

এদিন তিনি আরও জানিয়েছেন, কিছু দিন পূর্বে প্রসাশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হয়েছিল।কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি।  অবশেষে আজ সকাল থেকে বুলডোজার দিয়ে বেশ কিছু সংখ্যক বেআইনিভাবে দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *